বাউফলে কবিরাজের তদবিরে অসুস্থ হয়ে একজনের মৃত্যু

বাউফলে কবিরাজের তদবিরে অসুস্থ হয়ে একজনের মৃত্যু

মোঃ দেলোয়ার হোসেন,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে চুরি করার অপরাধে কবিরাজের দতবিরে অসুস্থ হয়ে গত বুধবার দিবাগত রাতে নজরুল মৃধা (৫৫) নামে এক লোকের মৃত্যুর হয়েছে। উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের রায়সাহেব গ্রামের ২নং ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। মৃত: নজরুল মৃধা মৃত: সৈজউদ্দিন মৃধার ছেলে। সংশ্লিষ্ট সূত্রে যানা গেছে,এক বছর হয় চন্দ্রদ্বীপ ইউনিয়নের রায়সাহেব একই গ্রামের ২নং ওয়ার্ডের বাসিন্দা আবুল হাওলাদারের ছেলে আসাদুল হাওলাদারের সাথে নজরুল মৃধার ছোট মেয়ের বিবাহ হয়। গত ২৫ জুন মেয়ের জামাইর ঘর থেকে ট্রাংকে রাখা ৯৫ হাজার টাকা,স্বর্ন ও দলিলপত্র চুরি হয়ে যায়। চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য কবিরাজের কাছ থেকে ডিম পরা এনে এলাকার লোকজনের উপস্থিতে জামাইর স্বজনরা চুলায় গরম পানিতে ডিমটি রেগে ফুটাতে থাকলে উপস্থিত থাকা নজরুল মৃধা ঘটনাস্থানে অসুস্থ হয়ে পরেন এবং চুরির কথা সব স্বীকার করেন। এরপর তার বাড়ী থেকে ট্রাংক সহ ৫০ হাজার টাকা,স্বর্ন ও দলিলপত্র উদ্বার করে এরপর স্থানীয়রা চুরি করার অপরাধে নজরুল মৃধাকে পুলিশের হাতে তুলে দেন। অসুস্থ দেখে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করেন। জামাই শশুর ঘটনা বিধায় স্থানীয় ভাবে মীমাংসা করার জন্য স্থানীয় মেম্বার বসার মৃধা সহ স্থানীয় লোকজনকে দায়িত্ব দেওয়া হয়। উভয়ের পক্ষ মীমাংসা হওয়ার আগেই বুধবার দিবাগত রাতে অভিযুক্ত নজরুল মৃধা তার নীজ বাড়িতে মারা যান। এবিষয় ইউপি সদস্য বসার মৃধা, সত্যতা স্বীকার করে বলেন,কিছুদিন আগে নজরুল মৃধার জামাই আসাদুলের ঘর চুরি হয়। এই নিয়ে তাদের মধ্যে দড়াদড়ি হওয়ার পর পুলিশকে খবর দিয়ে থানায় দেওয়া হয়। ব্যাপারটা শশুর জামাই বিধায় স্থানীয় ভাবে মীমাংসা করার জন্য আমদেরকে (মেম্বার বসার) দায়িত্ব দেওয়া হয়। জুন মাসে বিভিন্ন কাজ থাকায় উভয়ের পক্ষ নিয়ে বসতে পারেন নাই। মেয়ে বিবাহ দেয়ার আগেও জামাই বাড়িতে গরু চুরির অভিযোগ রয়েছে মৃত নজরুল মৃধার নামে। এ ব্যাপারে চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলকাস মোল্লার সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করলে তাকে না পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি । বাউফল থানা ওসি আল মামুন বলেন,এ ব্যাপারে থানায় কাউকে আনা হয়নি। খোজ নিয়ে বিষয়টি তিনি দেখবেন ।